আগরতলা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুজো উদ্যোক্তাদের সহযোগিতা কামনা করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। নিজের সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, চাঁদার জুলুমবাজি বরদাস্ত করা হবে না। জোর করে বা জবরদস্তি করে চাঁদা আদায় করা থেকে বিরত থাকতে পুজা আয়োজক ক্লাবগুলোর উদ্দেশ্যে তিনি আবেদন করেন।
মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চাঁদা আদায়ে কোথাও জুলুমবাজির অভিযোগ উঠলে পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। সাধারণ মানুষকে এ ধরনের সমস্যায় পড়লে সরাসরি প্রশাসন ও আরক্ষা বাহিনীর সাথে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রশাসন ও আরক্ষা বাহিনী জনগণকে সাহায্য করতে সম্পূর্ণভাবে প্রস্তুত। একই সঙ্গে পুজোর দিনগুলিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি নেশার বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
উল্লেখযোগ্যভাবে, গত কয়েকদিন ধরে জাতীয় সড়কে পণ্যবাহী লরিগুলোকে আটকে দিয়ে ৫০০০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ লরি চালকরা রাস্তা অবরোধ করতেও বাধ্য হন এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।