আগরতলা, ১০ সেপ্টেম্বর ২০২৫ঃ
ত্রিপুরার ঐতিহ্যবাহী জনজাতীয় পোশাক ‘রিসা’ অপমানের অভিযোগে বুধবার আমবাসায় বিক্ষোভ দেখালো জনজাতি সমাজ নামে একটি সংগঠন। বিরোধী দলনেতা ও সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর কনভয় আটকে কালো পতাকা দেখিয়ে “গো ব্যাক” স্লোগান তোলেন আন্দোলনকারীরা। আন্দোলনের নেতৃত্ব দেন বিজেপি জনজাতি মোর্চার নেতা অমিত রিয়াং ও লাইফুর হালাম।
ঘটনাটি ঘটে আমবাসা নেইলাবাড়ি এলাকায়, যখন জিতেন্দ্র চৌধুরী সিপিআইএমের প্রাক্তন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাউন হলে আয়োজিত স্মরণসভায় যোগ দিতে যাচ্ছিলেন। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেয়।
আন্দোলনকারীদের অভিযোগ, রিসা অপমানের মাধ্যমে উপজাতি সংস্কৃতিকে অসম্মান করেছেন বিরোধী দলনেতা। তাদের বক্তব্য, “রিসা উপজাতিদের সংস্কৃতি, এর অপমান মানে সমগ্র ত্রিপুরাবাসীর অপমান।”
অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে জিতেন্দ্র চৌধুরী জানান, “আমি বন, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী থাকাকালীন প্রথমবার রিসাকে ত্রিপুরায় চালু করেছিলাম। অভিযোগটি ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র।” তিনি আরও দাবি করেন, বিজেপি সরকার পাহাড়ে জমি হারানোর পর এখন রিসাকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়াচ্ছে।
চৌধুরী অভিযোগ করেন, জনজাতিদের মধ্যে বিভেদ সৃষ্টি ও সিপিএম-এর ভাবমূর্তি নষ্ট করার জন্যই বিজেপি এই নাটক সাজিয়েছে। একইসঙ্গে তিনি রাজ্যের উপজাতিদের স্বার্থে বাস্তব সমস্যাগুলি নিয়ে বিজেপিকে আন্দোলনে নামার আহ্বান জানান।