আগরতলা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ঃ
“নাগরিকদের দ্রুত ও সঠিক বিচার প্রদানের লক্ষ্যেই এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। সময়মতো ন্যায়বিচার নিশ্চিত করতে পারলেই মানুষের আস্থা আইন ব্যবস্থার প্রতি অটুট থাকবে।” ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম সম্পর্কে জনগণকে সচেতন করতে আগরতলা আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে একটি প্রদর্শনীর উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
৫ দিনব্যাপী রাজ্যস্তরীয় প্রদর্শনীর উদ্বোধন করে
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে নাগরিক পরিষেবা ও ব্যবসায়িক পরিবেশ উন্নত করতে নিয়মনীতির সরলীকরণ করা হয়েছে, যা ইতিবাচক প্রভাব ফেলছে।
অনুষ্ঠানে উপস্থিত মুখ্যসচিব জীবন কুমার সিনহা বলেন, দৃঢ়তা ও একাগ্রতার সঙ্গে কাজ করলে অবশ্যই সফলতা আসে। রাজ্য পুলিশ মহানির্দেশক অনুরাগ আইনগুলিকে “নাগরিকবান্ধব” হিসেবে অভিহিত করেন। এছাড়া স্বরাষ্ট্র দপ্তরের সচিব অভিষেক সিং, বিধায়ক মিনারাণী সরকার, অতিরিক্ত পুলিশ মহানির্দেশক জিএস. রাও ও এম রাজা মুরুগনও আলোচনায় অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি অন্যান্য অতিথিদের সঙ্গে প্রদর্শনী স্টল ঘুরে দেখেন। অনুষ্ঠানে আরক্ষা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি ছাত্রছাত্রী, আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরাও উপস্থিত ছিলেন।
প্রদর্শনীটি আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।