ত্রিপুরায় স্বশাসিত উপজাতি জেলা পরিষদ এলাকায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এককভাবে লড়াই করার সিদ্ধান্ত নিতে চলছে সরকারের অন্যতম শরীক দল তিপ্রামথা। রবিবার আগরতলায় দলের এক বৈঠকে এই বিষয়ে একমত প্রকাশ করেছেন দলের শীর্ষ নেতৃত্বরা।
এদিন দলের মন্ত্রী অনিমেষ দেববর্মা, বিধায়ক, এমডিসি সহ দলের ছাত্র যুব সংগঠন ও নারী সংগঠনের নেতৃত্ব দেন নিয়ে এক বৈঠক করেন দলের প্রতিষ্ঠাতা প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মা। দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে নেতাদের একাংশ ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
শুধু ভিলেজ কমিটি নয়, আগামী ২০২৬ সালের টিটিএএডিসি নির্বাচনে একা লড়াই করার পক্ষে মতামত দেন তিপ্রামথা নেতারা। বৈঠকের পর সামাজিক মাধ্যমে দলীয় ঐক্যের ছবি প্রকাশ করে এমনই বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে দলের তরফে। তবে আনুষ্ঠানিকভাবে কোন সিদ্ধান্ত জানানো হয়নি। প্রায় ২০ মাস আগে নয়া দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর পৌরহিত্যে তিপ্রামথা দল, কেন্দ্র ও রাজ্যের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ত্রিপাক্ষিক চুক্তি। তাতে ভাষার অধিকার, ভূমির অধিকার, শিক্ষার অধিকার, আর্থ-সামাজিক অধিকার এবং এডিসিকে সরাসরি অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা কার্যকর হয়নি বলে অভিযোগ তোলেন তারা।
প্রদ্যোত কিশোর দেববর্মা ইতিমধ্যেই ভিলেজ কমিটি নির্বাচনের দাবিতে সুপ্রিম কোর্টে গিয়েছেন। আদালত সম্প্রতি নির্দেশ দিয়েছে, এক মাসের মধ্যে রাজ্য সরকারকে জবাব দিতে হবে। দলের অভিযোগ, শাসকদল ইচ্ছাকৃতভাবে ভিসি নির্বাচন করছে না, ফলে পাহাড়ে উন্নয়ন থমকে আছে, মানুষ পানীয় জল ও আর্থিক সংকটে ভুগছেন।