আগরতলা, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ঃ


ত্রিপুরার সরকারি বিদ্যালয় গুলিতে কমন ইউনিফর্ম চালুর সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে নামল ছাত্র সংগঠন এনএসইউআই। সোমবার আগরতলার শিক্ষা ভবনের সামনে সংগঠনের কর্মী-সমর্থকরা বিক্ষোভ মিছিল করে এবং শিক্ষা দপ্তরের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তোলে।
বিক্ষোভকারীরা অভিযোগ, রাজ্যের বিদ্যাজ্যোতি, পিএমশ্রী সহ সমস্ত সরকারি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য একই ধরনের পোশাক চালুর বিজ্ঞপ্তি জারি করার আগেই সরকারের তরফে গুজরাটের একটি কোম্পানিকে এই পোশাক তৈরির বরাত দিয়ে দেওয়া হয়েছে। কোন দরপত্র আহ্বান না করে শুধুমাত্র বাণিজ্যিক স্বার্থে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ। এতে শিক্ষার্থীদের পরিবারকে অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে এবং পুরো প্রক্রিয়ার পেছনে বাণিজ্যিক স্বার্থ জড়িত। এনএসইউআইয়ের দাবি, শিক্ষার মতো সংবেদনশীল ক্ষেত্রে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপর অযৌক্তিক চাপ সৃষ্টি করছে।
বিক্ষোভ চলাকালীন শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকজন এনএসইউআই নেতা ও কর্মীকে আটক করে। আটক হওয়া কর্মীদের পুলিশ বাসে তুলে নিয়ে যাওয়া হয়, যদিও এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এনএসইউআই।
সংগঠনের দাবি, কমন ইউনিফর্ম চালু করার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

You May Also Like

Role of Religion in Identity

communities.

শিক্ষক দিবস: বর্তমানের প্রতিফলন এবং পরিবর্তনের আহ্বান

লেখক: সুরজিত দেবনাথ, KVS, ত্রিপুরা সরকারি স্কুল এবং বিদ্যাজ্যোতি সিবিএসই স্কুলে ১৫…

ত্রিপুরেশ্বরী মন্দিরের আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ঃ ত্রিপুরেশ্বরী মন্দিরের নবনির্মিত পরিকাঠামোর উদ্বোধন করতে ২২ সেপ্টেম্বর উদয়পুর…