আগরতলা, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ঃ
স্বচ্ছতা অভিযান শুধুমাত্র একটা কর্মসূচি নয়, এটা গণআন্দোলন। এই আন্দোলনের
ফলেই বর্তমানে স্বচ্ছতার প্রতি মানুষের সচেতনতা বেড়েছে। নিজের বাড়ির চারপাশ, রাস্তাঘাট সহ
আশেপাশের বিভিন্ন স্থান পরিস্কার পরিচ্ছন্ন থাকলে তা মানুষের মনেও ইতিবাচক প্রভাব ফেলে।
মানুষের মধ্যে স্বচ্ছ মানসিকতা গড়ে উঠে। সবাই মিলে স্বচ্ছতার এই আন্দোলনকে সাফল্যমন্ডিত
করতে হবে। বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক স্বচ্ছতা ই সেবা ২০২৫ কর্মসূচির সূচনা
করে মুখ্যমন্ত্রী মানিক সাহা একথা বলেন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, শুধুমাত্র রাজ্য সরকারের একার পক্ষে সমাজ ও পরিবেশ
স্বচ্ছ রাখা সম্ভব নয়। এজন্য প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে এবং রাজ্য সরকারকে
সহযোগিতা করতে হবে। স্বচ্ছ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে প্রতিটি নাগরিককে দায়বদ্ধ হতে
হবে। প্রতিটি মানুষের সহযোগিতার মধ্য দিয়েই রাজ্য সরকার আগামী প্রজন্মকে স্বচ্ছ, সুন্দর,
নির্মল গ্রাম, শহর, রাজ্য এবং দেশ উপহার দিতে চায়। মুখ্যমন্ত্রী বলেন, সাফাই কর্মীরা হলেন সমাজ ও পরিবেশ স্বচ্ছ রাখার কারিগর। তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। পরিবেশ
ও সমাজ স্বচ্ছ ও সুন্দর রাখতে বিদ্যালয়, মহাবিদ্যালয় স্তরে আরও বেশি করে সচেতনতা
কর্মসূচির আয়োজনের উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী।