আগরতলা, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ঃ
বর্তমান রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য নারী সুরক্ষা। নারী সুরক্ষার বিষয়টি
নজরে রেখে ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার আগরতলা মেডিক্যাল
কলেজ এবং জিবিপি হাসপাতাল প্রাঙ্গণে ‘সুস্থ নারী, সশক্ত পরিবার’ অভিযানের সূচনা
উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা একথা বলেন। তিনি বলেন, পরিবারের প্রথম ব্যক্তি হলেন সেই
পরিবারের মা। মার স্বাস্থ্যের সমস্যা হলে পুরো পরিবারের উপর প্রভাব পড়ে। তাই মা
তথা নারী শক্তিকে সুস্থ এবং রোগমুক্ত রাখার উদ্দেশ্যে ‘সুস্থ নারী, সশক্ত পরিবার’
অভিযানের সূচনা করা হয়েছে। তিনি বলেন, মায়েরা সুস্থ থাকা মানেই পরিবার সুস্থ থাকা।
পরিবার সুস্থ থাকার মধ্য দিয়ে শক্তিশালী সমাজ ব্যবস্থা গড়ে উঠে। তিনি বলেন, অনেক
সময়ই দেখা যায় মহিলারা তাদের নিজের অজান্তেই নানা রোগে আক্রান্ত হয়ে থাকেন।
আজ থেকে যে অভিযানটির সূচনা হয়েছে তার মধ্য দিয়ে মহিলারা নিজেদের দেহে জমাট
বেঁধে থাকা রোগ সনাক্ত করতে পারবেন। এরফলে সহজেই তাদের চিকিৎসার আওতায়
আনা সম্ভব হবে। তিনি বলেন, দেশের প্রসূতি ও জনস্বাস্থ্য কল্যাণে একটি নতুন দিগন্তের
সূচনা হলো।