আগরতলা, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ঃ
প্রধানমন্ত্রী জন্মদিনে ত্রিপুরায় শুরু হল জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি। বন দপ্তরের উদ্যোগে শুরু এই জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি চলবে আগামী ২ অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন পর্যন্ত। বুধবার গান্ধীগ্রামস্থিত ফরেস্ট কমপ্লেক্স প্রাঙ্গণে এক
অনুষ্ঠানে একটি বকুল গাছের চারা রোপণ করে এই কর্মসূচির সূচনা করেন বনমন্ত্রী অনিমেষ
দেববর্মা।
বৃক্ষরোপণ অনুষ্ঠানে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা
বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত সারা রাজ্যে ৫০ হাজার চারাগাছ
রোপণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যে এবছরের ২৫ জুন এক পেড় মা কে নাম প্রকল্পে
সারা রাজ্যে ১০ লক্ষ ৪৭ হাজার ৪৮৮টি বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করা হয়েছে। তিনি
বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের জন্য এক নিবেদিত প্রাণ। তিনি দেশকে বিভিন্ন সেক্টরে
দূরদর্শিতার সাথে এগিয়ে নিয়ে চলেছেন। আমাদের রাজ্যও তাঁর নির্দেশিত পথে এগিয়ে চলেছে।
তিনি বলেন, জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী ২৫ সেপ্টেম্বর দুপুর ১২টায়
রাজ্যের ৮ জেলায় একই সময়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।