আগরতলা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরেশ্বরী মন্দিরের নব নির্মিত পরিকাঠামো উদ্বোধনে আগামী ২২ সেপ্টেম্বর ত্রিপুরার উদয়পুর আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী রাজ্য সরকারকে ঘিরে যাবতীয় প্রস্তুতি দেখতে বৃহস্পতিবার এটাই তো সফরে যান মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন তিনি পালাদানা হেলিপ্যাডটি পরিদর্শন করে ত্রিপুরেশ্বরী মন্দিরে যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেন।
প্রধানমন্ত্রী সফরে যাবতীয় প্রস্তুতি খতিয়ে দিয়েছে একদিন মুখ্যমন্ত্রী বলেন, আগামী ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিকে স্বাগত জানাতে প্রস্তুত ত্রিপুরাবাসী।
মন্দির প্রাঙ্গণে গড়ে ওঠা নতুন পরিকাঠামো আধ্যাত্মিকতা ও আধুনিক সুযোগ-সুবিধার একটি সমন্বয় যা মন্দিরে আগত পূণ্যার্থীদের অভিজ্ঞতাকে আরো সুদৃঢ় করবে।
২২ সেপ্টেম্বর দুপুর তিনটায় প্রধানমন্ত্রী নতুন পরিকাঠামোর উদ্বোধন শেষে মন্দিরে পুজো দেবেন। তবে সেদিন তিনি কোনো জনসভায় ভাষণ দেবেন না। প্রধানমন্ত্রী বিশেষ বিমানে আগরতলা পৌঁছে পালাটানার ওটিপিসি হেলিপ্যাডে নামবেন এবং সেখান থেকে সড়কপথে মাতাবাড়ি যাবেন। যাত্রাপথে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা।