আগরতলা, ২০ সেপ্টেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরায় বিরোধী দল সিপিআইএমের একটি দলীয় কার্যালয় বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা। শুক্রবার রাত দুইটা নাগাদ আগরতলা প্রতাপগড় এলাকায় ঘটনাটি ঘটে। এই এলাকায় সিপিআইএমের প্রতাপগড় লোকাল কমিটি কার্যালয়টি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক ও বিরোধীদলনেতা জিতেন্দ্র চৌধুরী; তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পার্টির পশ্চিম জেলা সম্পাদক রতন দাস ও ডুকলি বিভাগীয় কমিটির সম্পাদক সমর চক্রবর্তী, পার্টি সূত্রে জানা গেছে। দলের অভিযোগ, এই হামলা করেছে বিজেপি সমর্থিত দুষ্কৃতিরা। অফিসটিকে একটি জোত জমির উপর অবস্থিত। অতীতে এই অফিসে একাধিকবার রাজনৈতিক আক্রমণের শিকার হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে জিতেন্দ্র চৌধুরী বলেন, “এটি ছিল পূর্বপরিকল্পিত আক্রমণ। আরএসএস ও বিজেপির বর্বরতা আজ চূড়ান্ত সীমায় পৌঁছেছে। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে সাত বছর ধরে মানুষকে লুটছে বিজেপি সরকার। রাজ্যে গণতন্ত্র নেই, আইনশৃঙ্খলা নেই, মানুষের উপর চলছে চরম দমননীতি।”
তিনি জানান, দল এ বিষয়ে পুলিশের কাছে যাবতীয় নথিপত্রসহ লিখিত অভিযোগ জানানো হবে।