আগরতলা, ২০ সেপ্টেম্বর ২০২৫ঃ
“হর ঘর স্বদেশী, ঘর ঘর স্বদেশী” স্লোগানকে সামনে রেখে আজ আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত হলো আত্মনির্ভর ভারত সংকল্প অভিযান-এর এক রাজ্যভিত্তিক কর্মশালা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাটের সাংসদ দবল পেটেল, আসামের গৌহাটি সংগঠনের সভাপতি রবিন্দ্র রাজু, ত্রিপুরার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিজেপির সহ-সভাপতি সুবল ভৌমিকসহ একাধিক বিধায়ক ও বিধায়িকা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আত্মনির্ভর ভারত গড়ার মূল লক্ষ্য হল গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, স্থানীয় উৎপাদিত পণ্যকে উৎসাহিত করা এবং আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া। এ প্রসঙ্গে গুজরাটের সাংসদ দবল পেটেল বলেন, “স্বদেশী পণ্যের ব্যবহার কেবল অর্থনৈতিক শক্তি জোগায় না, বরং দেশীয় সংস্কৃতি ও কুটির শিল্পের ঐতিহ্য রক্ষাতেও বড় ভূমিকা রাখে।”
রাজ্য বিজেপি নেতৃত্ব জানিয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচির আওতায় ত্রিপুরা জুড়ে বিভিন্ন প্রচারাভিযান, গ্রামীণ স্তরে প্রদর্শনী, কর্মশালা এবং সচেতনতা সভার আয়োজন করা হবে। এর মাধ্যমে কৃষক, কারিগর, ছোট ব্যবসায়ী ও মহিলাদের আত্মনির্ভর হওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।