আগরতলা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ঃ
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রবিবার আগরতলা অনুষ্ঠিত নমো যুব রান অনুষ্ঠান থেকে যুব সমাজকে নেশা মুক্ত থাকার বার্তবিরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।রবিবার আগরতলা উজ্জ্বয়ন্ত প্রাসাদের সামনে থেকে প্রদেশ যুবমোর্চা আয়োজিত ‘নমো যুব রান’ শীর্ষক ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
ম্যারাথনে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, “যুব সমাজ যদি নেশার কবল থেকে মুক্ত থেকে শক্তি, মেধা ও সৃজনশীলতার পথে এগিয়ে যায়, তবেই সুস্থ সমাজ গড়ে উঠবে। ভারতীয় জনতা যুব মোর্চার এই উদ্যোগ শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়, বরং নেশামুক্ত ভারত ও নেশামুক্ত ত্রিপুরা গড়ার এক অঙ্গীকারের সূচনা।”
তিনি আরও বলেন, “আজকের ‘নমো যুব যাত্রা’ যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে মুক্ত রাখা এবং সুস্বাস্থ্য ও শৃঙ্খলার প্রতি আকৃষ্ট করার একটি দৃঢ় অঙ্গীকার।”
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে সেবা পাক্ষিক কর্মসূচির অঙ্গ হিসাবে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে দেশব্যাপী ৭৫ টি স্থানে নমো যুব রান অনুষ্ঠিত হচ্ছে।
নেশা মুক্ত ভারত গড়ার লক্ষ্যে যুব মোর্চার এই কর্মসূচিতে যুবকদের উপস্থিতি ও উৎসাহ ছিল লক্ষণীয়।