আগরতলা, ২৪ সেপ্টেম্বর ২০২৫ঃ
পশ্চিম ত্রিপুরা জেলার মান্দাই বিধানসভা এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় বিজেপির মণ্ডল কার্যালয়ে পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। এই দিন গভীর রাতে দুষ্কৃতীরা দলীয় কার্যালয়ে ঢুকে আগুন লাগিয়ে দেয়। দলীয় কার্যালয়ে থাকা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর একটি ছবি পুড়িয়ে দেয় দুষ্কৃতীরা। অভিযোগ, তিপ্রামথার সমর্থকেরা এই হামলা করেছে। মাত্র একদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদয়পুরে ত্রিপুরা সুন্দরী মন্দির পরিদর্শনে গিয়েছিলেন। ওই কর্মসূচিতে ত্রিপুরার রাজপরিবার ও তিপ্রামথার নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অসন্তোষ দেখা দেয়। বিজেপির স্থানীয় নেতৃত্বের অভিযোগ, সেই ক্ষোভ থেকেই এদিন এই হামলা ও অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে মান্দাই থানার পুলিশ ও টিএসআর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার নমিত পাঠক, জিরানিয়া এসডিপিও সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বিজেপি সূত্রে জানা গেছে, এর আগেও ‘সেবা পক্ষ’ কর্মসূচির সময় আসারামবাড়ি, রামচন্দ্রঘাট, তাকরজালা, জম্পুইজলা, গোলাঘাটি ও সম্প্রতি হেজামারায় দলের কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। ফলে দলীয় মহলে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়েছে।