আগরতলা, ২৪ সেপ্টেম্বর ২০২৫ঃ
ত্রিপুরায় আসন্ন শারদীয় উপলক্ষে শব্দ দূষণ সংক্রান্ত নির্দেশিকায় ছাড় দিতে দাবি তুলল বজরং দল। বুধবার সংগঠনের এক প্রতিনিধি দল পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের কাছে এক স্মারকলিপি দিয়ে পুজো মরসুমে শব্দদূষণ নিয়ন্ত্রণে সাম্প্রতিক নির্দেশিকাগুলোর পুনর্বিবেচনা বা সংশোধনের আবেদন জানিয়েছে।
বজরং দলের দাবি, মাইক ও পাবলিক অ্যাড্রেস সিস্টেম ব্যবহারের ওপর আরোপিত বিধিনিষেধগুলো ধর্মীয় পার্থক্য ছাড়াই সমানভাবে প্রয়োগ করা উচিত। তারা অভিযোগ করেছে যে, কিছু ধর্মীয় অনুষ্ঠানে এই বিধিনিষেধ প্রয়োগ হচ্ছে না, যা সাম্প্রদায়িক বৈষম্যের ইঙ্গিত দেয়।
ত্রিপুরা রাজ্য সরকার গত বছর দুর্গাপূজার আগে শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর নির্দেশিকা জারি করেছিল। এই নির্দেশিকায় রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত পাবলিক প্লেসে মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, এবং সর্বোচ্চ শব্দসীমা ৬৫ ডেসিবেল নির্ধারণ করা হয়েছে ।
জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ ইতিমধ্যে শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। গণেশ চতুর্থী ও দুর্গাপূজা উপলক্ষে মাইক ও সাউন্ড সিস্টেমের ব্যবহার নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়েছে, এবং বিধিনিষেধ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।