আগরতলা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ঃ
জিএসটি সংস্কারের ফলে কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, মহিলা, যুবক ও উদ্যোক্তা, সমাজের প্রতিটি অংশের মানুষ উপকৃত হবেন। এমনটাই মনে করছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা । এই উদ্দেশ্যে বুধবার তিনি আগরতলার মহারাজগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে মতবিনিময় করেন।
মুখ্যমন্ত্রী ব্যবসায়ীদের জানান, জিএসটির দুটি স্ল্যাব কমানো হয়েছে, যার ফলে ব্যবসায়ী এবং ক্রেতারা উভয়ই লাভবান হবেন। এছাড়াও তিনি ব্যবসায়ীদের সচেতনতা তৈরিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে, ক্রেতাদের স্বদেশী পণ্যের প্রতি আরও আগ্রহী হতে উৎসাহিত করেন।
জিএসটি হারের এই সংশোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মুখ্যমন্ত্রী বলেন, এর ফলে দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং সাধারণ জনগণ থেকে ব্যবসায়ী পর্যন্ত সবাই উপকৃত হবেন।
এদিন এই সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী মহারাজগঞ্জ বাজার, কামান চৌমুহনী এবং স্মার্ট বাজারের ব্যবসায়ীরা, যেখানে জিএসটির সংশোধিত হারের সুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।