আগরতলা, ২৮ সেপ্টেম্বর ২০২৫ঃ
দুর্গাপূজা উৎসবের সময় ত্রিপুরায় টানা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তরের আগরতলা মেটিওরোলজিক্যাল সেন্টার। রবিবার প্রকাশিত বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, একাধিক জেলায় এক-দু’টি স্থানে ভারী বর্ষণ (৭–১১ সেমি পর্যন্ত) হওয়ার আশঙ্কা রয়েছে। আজ, ২৮ সেপ্টেম্বর ধলাই জেলায় এক-দু’টি স্থানে ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা বেশি। ২৯ সেপ্টেম্বর অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবার ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত পশ্চিম ত্রিপুরা, সেপাহিজলা, গোমতি ও দক্ষিণ জেলায় এক-দু’টি স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
প্রতিদিনই বজ্রঝড় ও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা সব জেলাতেই রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ২৯°–৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪°–২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, পরবর্তী আবহাওয়া পূর্বাভাস প্রকাশিত হবে ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দুপুর ১টায়।