আগরতলা, ১১ অক্টোবর, ২০২৫ঃ
“শান্তিপূর্ণভাবে পূজা কাটলেই সার্থকতা, আর এবারের শারদোৎসব সেই সার্থকতাই এনে দিয়েছে”— এমন মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, শনিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত শারদোৎসব দুর্গাপূজা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। তিনি বলেন, “রাজ্যজুড়ে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে— এটি সকলের সহযোগিতা ও সৌহার্দ্যের নিদর্শন। পূজা আয়োজকদের আমি আন্তরিক অভিনন্দন জানাই।”
তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে প্রতিবছরের মতো এবছরও সেরা পূজা আয়োজকদের পুরস্কৃত করা হয়। মুখ্যমন্ত্রীর আগাম ঘোষণা অনুযায়ী, এবার পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেরিতে না করে দ্রুত সম্পন্ন করা হয়েছে।
এরপর বিভিন্ন ক্যাটাগরিতে রাজ্যের সেরা দুর্গাপূজা আয়োজকদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী ও অতিথিবৃন্দ।
“মায়ের গমন ২০২৫” শোভাযাত্রায় অংশ নেওয়া ক্লাবগুলির মধ্যে ১ম স্থান অধিকার করেছে আশ্রম চৌমুহনীর শতদল সংঘ, ২য় স্থান রামনগর চার নম্বর রোড ক্লাব, এবং ৩য় স্থান যৌথভাবে ব্লাড মাউথ ক্লাব ও কের চৌমুহনী দুর্গাপূজা কমিটি।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির সামাজিক সম্প্রীতি ও সংস্কৃতির প্রতীক। রাজ্যের সকল পূজো কমিটি যেভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করেছে, তা প্রশংসনীয়।”