আগরতলা, ১২ অক্টোবর, ২০২৫ঃ
আগরতলা ইন্দ্রনগর থেকে অপহৃত নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ। ত্রিপুরা পুলিশ সদর কার্যালয় থেকে জানানো হয়েছে, ১১ ও ১২ অক্টোবরের মধ্যরাতে গোমতী জেলার উদয়পুর মহারানী এলাকা থেকে নাবালিকাটিকে উদ্ধার করা হয়। এই ঘটনায় তিনজন নাবালক সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া নাবালিকাকে সমস্ত আইনি প্রক্রিয়া শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
পুলিশ সূত্রে আরো জানানো হয়েছে, ১০ ও ১১ অক্টোবরের মধ্যরাতে এনসিসি থানায় খবর আসে—এক নাবালিকা মেয়েকে বাড়ি থেকে অপহরণ করা হয়েছে। খবর পেয়ে আলাদা কয়েকটি দল গঠন করে রাজ্য জুরে তল্লাশি শুরু করে পুলিশ।
এদিকে, এই ঘটনায় রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের তদন্তে উঠে এসেছে একাধিক নতুন তথ্য। শনিবার রাতে কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল—চামেলী সাহা, ঝুমা বিশ্বাস ও মৈত্রী দেব দত্ত—ইন্দ্রনগর এলাকায় পৌঁছে ঘটনার তদন্ত করেন এবং পরে পূর্ব আগরতলা মহিলা থানায় যান। তদন্তে কমিশন জানতে পারে, প্রথমে নাবালিকার মায়ের পক্ষ থেকে জোরপূর্বক অপহরণের অভিযোগ জানানো হলেও, ঘটনাটি প্রকৃত অর্থে অপহরণ নয়, বরং নাবালিকা নিজেই তার নাবালক প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায়।