অমরপুর, ১৩ অক্টোবর, ২০২৫ঃ
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্যকে কেন্দ্র করে প্রবল ক্ষোভ প্রকাশ করল রিয়াং জনজাতি সমাজ। সোমবার দুপুরে অমরপুরে কড়া নিরাপত্তার মধ্যে বিশাল বিক্ষোভ মিছিল আয়োজন করে রিয়াং সম্প্রদায়ের সদস্যরা।
মিছিলটি শুরু হয় অমরপুর চণ্ডীবাড়ি সংলগ্ন স্কুল মাঠ থেকে এবং অমরপুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে আবার একই স্থানে ফিরে আসে। অংশগ্রহণকারীরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র শ্লোগান দেন এবং তার বক্তব্য প্রত্যাহারের দাবি তোলেন।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর শান্তিরবাজারের বগাফা বিদ্যালয় মাঠে ব্রু সোসিও কালচারাল অর্গানাইজেশন আয়োজিত দুই দিবসব্যাপী হোজাগিরি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা রিয়াং জনগণকে বাংলাদেশ থেকে আগত বলে মন্তব্য করেন। তার এই বক্তব্যে ক্ষোভে ফেটে পড়ে রিয়াং সমাজ।
রিয়াং সমাজের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই মন্তব্যকে রীতিমতো অপমানজনক বলে মনে করছে এবং মুখ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। তাদের দাবি, রিয়াং জনগণ এই রাজ্যেরই আদি বাসিন্দা, বিদেশি নয়।
বিক্ষোভ মিছিলকে ঘিরে প্রশাসনের তরফে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মহকুমা শাসক ও পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ সতর্কতা গ্রহণ করে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মিছিল চলাকালীন এলাকায় ছিল প্রচুর পুলিশ ও আধাসামরিক বাহিনীর মোতায়েন। প্রয়োজনে ব্যবহারের জন্য রাখা হয়েছিল জল কামানও।
বিক্ষোভে রিয়াং জনজাতির পাশাপাশি আরও কয়েকটি উপজাতি সম্প্রদায়ের সদস্যরাও অংশগ্রহণ করেন।