আগরতলা, ১৩ অক্টোবর, ২০২৫ঃ
ত্রিপুরায় চলমান উন্নয়নমূলক প্রকল্পগুলির গতি বাড়াতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। সোমবার নয়াদিল্লিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন-এর সঙ্গে সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রী রাজ্যের বহিঃসহায়তা প্রাপ্ত প্রকল্পগুলির সীমা বৃদ্ধি করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, শহরোন্নয়ন, পর্যটন ও আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীন একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প সীমাবদ্ধতার কারণে প্রত্যাশিত অগ্রগতি পাচ্ছে না। তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে এসব প্রকল্পের বরাদ্দে সীমা বাড়ানোর অনুরোধ জানান, যাতে রাজ্যের পরিকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হয়।
বৈঠকের পর মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে পোস্ট করে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন। তিনি লেখেন, “ত্রিপুরার সামগ্রিক উন্নয়নের স্বার্থে রাজ্যের বহিঃসহায়তা প্রাপ্ত প্রকল্পগুলির সীমা বৃদ্ধি করা জরুরি। অর্থমন্ত্রীকে বিষয়টি নিয়ে বিস্তারিত অবহিত করেছি এবং ইতিবাচক সাড়া পাওয়ার আশা করছি।”
বর্তমানে রাজ্যের শহর উন্নয়ন, পর্যটন অবকাঠামো এবং জলনিকাশন ব্যবস্থার আধুনিকীকরণ সংক্রান্ত কাজ, সময় সীমার কারণে আর্থিক সংকটে পড়েছে। ফলে, সীমা বৃদ্ধি হলে এসব প্রকল্প বাস্তবায়নে নতুন গতি আসবে বলে প্রশাসনিক মহলের অভিমত।