আগরতলা, ১৩ অক্টোবর, ২০২৫ঃ
ত্রিপুরার নৃত্যজগত শোকাহত। রাজ্যের প্রখ্যাত নৃত্যশিল্পী ও নৃত্যগুরু ড. পদ্মিনী চক্রবর্তী সোমবার প্রয়াত হলেন। বেলা প্রায় ১টা ২৫ মিনিট নাগাদ নাগাদ তিনি আগরতলা ক্যান্সার হাসপাতাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দোকানে তার বয়স ছিল ৭৯ বছর। তিনি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।
ত্রিপুরার নৃত্য জগতের উষালগ্নের অন্যতম প্রতিনিধি হিসেবে পরিচিত পদ্মিনী চক্রবর্তী আজীবন রাজ্যের সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রেখে গেছেন। তিনি শচীন দেববর্মন স্মৃতি সরকারি সংগীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। নৃত্যচর্চা, নৃত্যশিক্ষা ও তরুণ প্রজন্মের মধ্যে শিল্পবোধ জাগিয়ে তুলতে তাঁর ভূমিকা ছিল অনন্য। তাঁর প্রয়াণে ত্রিপুরার সংস্কৃতি জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে লিখেছেন, “রাজ্যের প্রখ্যাত নৃত্যশিল্পী ও নৃত্যগুরু পদ্মিনী চক্রবর্তীর প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। ত্রিপুরার সংস্কৃতি অঙ্গনে তাঁর নিষ্ঠা, সৃজনশীল প্রতিভা ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি। শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ওঁ শান্তি।”
সংস্কৃতি জগতের বিশিষ্টজনরা জানিয়েছেন, ড. পদ্মিনী চক্রবর্তীর প্রয়াণে ত্রিপুরার নৃত্যচর্চা এক যুগের অবসান ঘটল।