আগরতলা, ১৩ অক্টোবর, ২০২৫ঃ
বিশ্বব্যাপী পালিত আন্তর্জাতিক বিপর্যয় প্রশমন দিবসের অঙ্গ হিসেবে সোমবার ত্রিপুরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং প্রস্তুতি জোরদার করাই এ দিবস পালনের মূল লক্ষ্য।
এই উপলক্ষে জাতীয় বিপর্যয় প্রতিক্রিয়া বাহিনী এবং ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের জওয়ানরা দুর্যোগ মোকাবিলার উপর মহড়া প্রদর্শন করেন। ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা ও ভবনধসের মতো পরিস্থিতিতে কীভাবে দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করা যায়, তা দেখানো হয় মহড়ায়।
এদিন রাজ্যের সব জেলা ও মহকুমা সদর, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিসেও আন্তর্জাতিক বিপর্যয় প্রশমন দিবস পালন করা হয়। বিভিন্ন জেলায় র্যালি, সেমিনার, প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ও প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে সাধারণ মানুষকে দুর্যোগকালীন প্রস্তুতি সম্পর্কে সচেতন করা হয়।
জাতিসংঘের উদ্যোগে ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর আন্তর্জাতিক বিপর্যয় প্রশমন দিবস পালিত হচ্ছে। এ বছরের বিষয় ছিল, নিরাপদ ভবিষ্যতের জন্য সহনশীল সমাজ গড়ে তোলা।
রাজ্য প্রশাসনের কর্মকর্তারা জানান, সচেতনতা ও প্রস্তুতি বাড়লে বিপর্যয়ের ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। তাই প্রত্যেক নাগরিকেরই উচিত দুর্যোগের সময় কীভাবে সুরক্ষিত থাকা যায় তা সম্পর্কে জানা এবং প্রশিক্ষণ নেওয়া।