আগরতলা, ১৬ অক্টোবর, ২০২৫ঃ
ত্রিপুরার আদিবাসীদের ভূমি অধিকার রক্ষার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করতে চলছেন তিপ্রামথা দলের প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মা। বৃহস্পতিবার নির্দেশ সামাজিক মাধ্যমে একটা পোস্ট করে প্রদ্যোত কিশোর জানান, আগামী ১৭ অক্টোবর সুপ্রিম কোর্টে তিনি মামলা দায়ের করবেন। আদিবাসীদের ভূমি ও প্রথাগত অধিকারের বিষয়ে একের পর এক প্রত্যেকটি সরকারই উপেক্ষা করে এসেছে।
তিনি বলেন, “আমাদের জনগণের ভাগ্য জেলা ম্যাজিস্ট্রেটরা তাঁদের ঊর্ধ্বতন কর্তাদের নির্দেশে নির্ধারণ করতে পারেন না। রাজ্যের গভর্নর ষষ্ঠ তফসিলের রক্ষক, তাই তাকেও আমাদের স্বার্থে কাজ করতে হবে।”
তিনি আরও জানান, বহু কর্মকর্তা ও আইনজীবী তাঁদের চাকরি হারানোর ঝুঁকি নিয়ে এই মামলায় তাঁকে সহায়তা করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রদ্যোত বলেন, “তাঁদের সাহসিকতা ও ন্যায়ের প্রতি নিষ্ঠা আমাদের এই লড়াইকে আরও শক্তিশালী করেছে।”
ত্রিপুরার আদিবাসীদের ভূমি অধিকার ও প্রথাগত আইন বিষয়ে টিটিএএডিসি বেশ কয়েকটি বিল আটকে রেখে দিয়েছে বর্তমান সরকার। বিল গুলি রাজ্যপালের কাছে পৌঁছায়নি প্রশাসন।