আগরতলা, ১৭ অক্টোবর ২০২৫ঃ
বিএসএফ, ত্রিপুরা ফ্রন্টিয়ারের নতুন আইজি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অলোক কুমার চক্রবর্তী। শুক্রবার তিনি বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের প্রাক্তন আইজি একে শর্মার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের প্রাক্তন আইজি একে শর্মার মণিপুরে বদলি হয়েছেন।
অলোক কুমার চক্রবর্তী একজন অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ বিএসএফ আধিকারিক। কর্মজীবনে তিনি তার কাজের দক্ষতার জন্য পুলিশ মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস, ইউনাইটেড নেশন্স মিশন ইন কসোভো মেডেল এবং ‘অতি উৎকৃষ্ট সেবা পদক’ পেয়েছেন।
সীমান্ত সুরক্ষা ও প্রশাসনিক দায়িত্ব পালনে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি ইন্দো-বাংলাদেশ ও ইন্দো-পাক সীমান্তে, লাইন অফ কন্ট্রোল এলাকায় এবং অ্যান্টি-নকশাল অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়াও তিনি গোয়ালিয়র বিএসএফ একাডেমি এবং ইন্দোরের সেন্ট্রাল স্কুল অফ উইপনস অ্যান্ড ট্যাকটিক্স, মতো বিখ্যাত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
অতিরিক্তভাবে, তিনি স্পেশাল প্রোটেকশন গ্রুপ এবং জাতিসংঘের কসোভো মিশনে প্রতিসম্পন্ন দায়িত্ব পালন করেছেন।