আগরতলা, ১৭ অক্টোবর ২০২৫ঃ
ত্রিপুরার খোয়াই জেলার বিদ্যাবিল সীমান্ত এলাকায় তিন বাংলাদেশি নাগরিককে গণপিটুনি দিয়ে হত্যা করার ঘটনায় প্রতিবেশী বাংলাদেশ তীব্র প্রতিবাদ জানিয়েছে। এ ঘটনার পর ঢাকায় ভারতের প্রতি কঠোর ভাষায় প্রতিবাদপত্র পাঠিয়ে অবিলম্বে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত চালানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ১৫ অক্টোবর ঘটে যাওয়া এই “নৃশংস মারধর ও হত্যাকাণ্ড” মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। বিবৃতিতে বলা হয়, “এই জঘন্য ঘটনা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। যে কোনো দেশের নাগরিকই মানবাধিকারের পূর্ণ সুরক্ষা পাওয়ার অধিকারী, তারা সীমান্তের যে দিকেই থাকুক না কেন।”
এদিকে খোয়াই থানা পুলিশের অভিযোগ, ১৫ অক্টোবর ওই তিন বাংলাদেশি নাগরিক সীমান্ত পেরিয়ে খোয়াই জেলার বিদ্যাবিল গ্রামে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন। গ্রামবাসীরা আঁচ পেয়ে তাদের আটক করতে গেলে, অভিযুক্তরা অস্ত্র দিয়ে দুই গ্রামবাসীর উপর হামলা চালায়। আহতদের মধ্যে মিঠু তেলাঙ্গা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরেক গ্রামবাসী ধীরেন্দ্র তেলাঙ্গা হাসপাতালে ভর্তি রয়েছেন। এরপর গ্রামবাসীরা আটক ৩ বাংলাদেশী চোরকে গণধোলাই দিলে তাদের মৃত্যু হয়।