আগরতলা, ১৭ অক্টোবর, ২০২৫ঃ
ট্রেনে করে মাদকদ্রব্য পাচার হয়ে আসছে ত্রিপুরায়। শুক্রবার জিরানিয়া রেলওয়ে স্টেশনে যৌথ অভিযানে প্রায় ৯০,০০০ বোতল নিষিদ্ধ এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।
রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোয়েন্দা সূত্রে খবরের বিখ্যাত, রেল পুলিশ, পশ্চিম জেলা পুলিশ, কাস্টমস বিভাগ এবং স্পেশাল টাস্ক ফোর্স এর যৌথ উদ্যোগে জিরানিয়া রেল স্টেশনে বৃহস্পতিবার বিকালে এক অভিযান চালানো হয়। শুক্রবার ভোর পর্যন্ত তল্লাশি অভিযানে দুটি পণ্যবাহী রেলওয়ে ওয়াগন থেকে ১০০ মিলিলিটার মাপের ৯০,০০০ বোতল নিষিদ্ধ এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়। ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। এই ঘটনায় আগরতলার জিআরপি থানা একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে এই বিপুল পরিমাণ সামগ্রিক কাগজপত্র পরীক্ষা করে এগুলির আমদানিকারকের খোঁজ শুরু করেছে পুলিশ।
মাদক পাচারের করিডোর হিসাবে ত্রিপুরাকে ব্যবহার করে নিষিদ্ধ কফ সিরাপ গুলি বাংলাদেশে পাচার করা হয়। দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন রাজ্যে উৎপাদিত কোডিন ফসফেট দিয়ে তৈরি এই কফ সিরাপ গুলি ত্রিপুরায় সড়কপথে পাচার হয়ে আসছিল। ট্রেনে করে পাচারের ঘটনা এই প্রথম।