আগরতলা, ১৮ অক্টোবর, ২০২৫ঃ
ধরতি আবা জনভাগিদারী অভিযান এবং প্রধানমন্ত্রী জনমন প্রকল্পের সফল বাস্তবায়নে ত্রিপুরা রাজ্য তিনটি জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে। এর মধ্যে ধরতি আবা জনভাগিদারী অভিযান এবং পিএম জনমন বাস্তবায়নে শ্রেষ্ঠ রাজ্য হিসেবে ত্রিপুরা এবং পিএম জনমন বাস্তবায়নে শ্রেষ্ঠ জেলা হিসেবে উত্তর ত্রিপুরা জেলা এই সম্মান অর্জন করেছে।
শনিবার সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা এবং সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।
মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, গত ১৭ অক্টোবর নয়াদিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই পুরস্কার তুলে দেন উত্তর ত্রিপুরার জেলা শাসক চাঁদনী চন্দ্রনের হাতে।
তিনি আরও জানান, ধরতি আবা জনভাগিদারী অভিযানের অংশ হিসেবে রাজ্যে ৪০৩৬টি ক্যাম্পের আয়োজন করা হয়েছিল, যেখানে ১২.৭ লক্ষ মানুষ অংশগ্রহণ করেন।
সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, পিএম জনমন প্রকল্পের মাধ্যমে রাজ্যে বিশেষত রিয়াং জনজাতি গোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ পর্যন্ত ৬৫,৮৪০টি পরিবারকে বিভিন্ন সরকারি সুবিধার আওতায় আনা হয়েছে।