আগরতলা, ১৯ অক্টোবর ২০২৫ঃ
পশ্চিম ত্রিপুরা জেলার প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক ও বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবকে নিয়ে প্রকাশ্যে এক মন্তব্য করায় বক্সনগরে বিধায়ক তফাজ্জল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিল ত্রিপুরা প্রদেশ বিজেপি। আগামী পাঁচ দিনের মধ্যে এই নোটিশের লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছে দল।
ঘটনাটি ঘটে বক্সনগরে শনিবার অনুষ্ঠিত এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক তফাজ্জল হোসেন বলেন, এলাকার একটি স্টেডিয়াম উন্নয়নের জন্য প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক ও বর্তমান শাসন বিপ্লব কুমার দেব এর কাছে আর্থিক সাহায্য চেয়ে ছিলেন তিনি, কিন্তু পান নি। প্রকাশ্য সমাবেশে তাঁর বক্তব্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে বলে মনে করছে বিজেপি নেতৃত্ব। এরপরই রবিবার বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত বিধায়ক তফাজ্জল হোসেনকে তার বক্তব্যের কারণ দর্শাতে নোটিশ দেন।
প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, দলবিরোধী আচরণের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
ত্রিপুরায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় এই প্রথমবার প্রকাশ্যে এমনভাবে সতর্কবার্তা পেলেন বিজেপি বিধায়ক।