আগরতলা, ৩০ অক্টোবর ২০২৫ঃ
ত্রিপুরা রাজ্যের সিনেমা সংস্কৃতির জন্য এটি নিঃসন্দেহে এক গর্বের ও ইতিবাচক মুহূর্ত। এবারের ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে ত্রিপুরার দুটি সিনেমা— মনেট রায় সাহার “পরবাসী” এবং প্লুটো দেববর্মার “খানি”। মনেট রায় সাহার “পরবাসী” দেখানো হবে ভাষাগত বিভাগে, অন্যদিকে প্লুটো দেববর্মার “খানি” প্রদর্শিত হবে ভারতীয় বিরল ভাষা বিভাগের অন্তর্ভুক্ত সেকশনে।
এই বছরের ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে ৬ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। উৎসবে ৩৯টি দেশ থেকে নির্বাচিত মোট ২১৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এই বছর এই উৎসবের মূল থিম— “যেখানে সিনেমা বিশ্বের মানুষকে যুক্ত করে”।
উৎসবের “আনহার্ড ইন্ডিয়া” বিভাগে ভারতের বিরল ও স্বল্পচর্চিত ভাষার চলচ্চিত্রগুলো প্রদর্শনের সুযোগ পাচ্ছে, যা ভাষাগত বৈচিত্র্য ও আঞ্চলিক চলচ্চিত্র চর্চাকে সম্মান জানানোর এক অনন্য প্রচেষ্টা। এই বিভাগেই স্থান পেয়েছে ত্রিপুরার ককবরক ভাষাভিত্তিক চলচ্চিত্র “খানি”। অন্যদিকে, “পরবাসী”–এর অন্তর্ভুক্তি ভাষাগত বিভাগের মাধ্যমে রাজ্যের চলচ্চিত্র নির্মাতাদের সৃজনশীলতা ও বিষয়ভিত্তিক সাহসিকতার স্বীকৃতি এনে দিয়েছে।