আগরতলা, ৩০ অক্টোবর, ২০২৫ঃ
ত্রিপুরার পর্যটনের প্রচারে “ইউনিটি প্রমো ফেস্ট ২০২৫” আয়োজন করতে চলছে রাজ্য পর্যটন দফতর। আগামী ১৫ ও ১৬ নভেম্বর দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার আইসিভি কলেজ মাঠে দুই দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে।
বিলোনিয়াতে এক প্রস্তুতি বৈঠকের পর পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, “রাজ্যের জাতি ও উপজাতি সকল অংশের মানুষের সংস্কৃতি ও ঐতিহ্যের বিকাশের মাধ্যমে ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তোলাই এই প্রমো ফেস্টের মূল উদ্দেশ্য।” তিনি আরও জানান, এই উৎসব রাজ্যের পর্যটন খাতের প্রসারের পাশাপাশি অর্থনীতির বিকাশ এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইউনিটি প্রমো ফেস্টে থাকবে, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যাশন শো, ক্রীড়া প্রতিযোগিতা, ফুড স্টল, সরকারি দপ্তরগুলির প্রদর্শনী মণ্ডপ, সেলফি পয়েন্টসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন।
পর্যটনমন্ত্রী ফেস্টের সাফল্যের জন্য প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।
গত বছর রাজ্যের চারটি কেন্দ্রে প্রমো ফেস্ট অনুষ্ঠিত হলেও এবছর তা ছয়টি কেন্দ্রে আয়োজন করা হবে।