আগরতলা, ৫ নভেম্বর, ২০২৫ঃ
রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন সীমান্তবর্তী গ্রাম পরিদর্শন করেন। এই সফরের মূল উদ্দেশ্য ছিল কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি এবং বাস্তবায়ন পর্যালোচনা করা।
এদিন রাজ্যপাল দশদা ব্লকের ভান্ডারীমা সীমান্ত গ্রামে পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে মতবিনিময় করেন। ভান্ডারীমা ভিলেজ কমিটির অন্তর্গত ব্লু পুনর্বাসন গ্রাম খাসনামপাড়া পরিদর্শন করেন রাজ্যপাল। এদিন রাজ্যপাল প্রথমবারের মতো এই ব্রু শরনার্থী শিবির সফর করেন।
মতবিনিময় সভায় রাজ্যপাল ইয়াপ্রি দল নাংমা বদল ও তাংসাউথ স্বসহায়ক দলকে চেক প্রদান করেন। তিনি গ্রামবাসীদের বিভিন্ন স্বাস্থ্য প্রকল্প ও সামাজিক পেনশন সুবিধা গ্রহণে উৎসাহিত করেন। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের একলব্য মডেল আবাসিক বিদ্যালয় ও নবোদয় বিদ্যালয়ে ভর্তি করার আহ্বান জানান, যাতে তারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে মানসম্মত শিক্ষা পায়।
রাজ্যপাল স্বসহায়ক দলগুলিকে তাদের উৎপাদিত পণ্যের পরিসর বাড়ানোর এবং ব্যাঙ্ক ঋণের মাধ্যমে স্বনির্ভর হওয়ার পরামর্শ দেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের আওতায় দক্ষতা অর্জনের মাধ্যমে মহিলা ও যুবকদের আত্মনির্ভর হওয়ার আহ্বান জানান।
পরিদর্শনের সময় রাজ্যপালের সচিব উত্তম কুমার চাকমা, উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন এবং বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। রাজভবন সূত্রে এই তথ্য জানানো হয়েছে।