আগরতলা, ৫ নভেম্বর, ২০২৫ঃ
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অমর দেশাত্মবোধক গান ‘বন্দে মাতরম’ আগামী ৭ নভেম্বর ১৫০ বছর পূর্ণ করতে চলেছে। এই উপলক্ষে সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও বর্ষব্যাপী নানা সাংস্কৃতিক ও দেশাত্মবোধক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
বুধবার এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে আগামী ৭ নভেম্বর থেকে ২০২৬ সালের ৭ নভেম্বর পর্যন্ত রাজ্যে চার পর্যায়ে অনুষ্ঠান আয়োজন করা হবে।
প্রথম পর্যায়ের সূচনা হবে ৭ নভেম্বর সকাল ১০টায়। দিল্লিতে জাতীয় স্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করবেন মূল অনুষ্ঠানটির, আর রাজ্যভিত্তিক অনুষ্ঠান হবে সচিবালয় প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী মানিক সাহার উপস্থিতিতে। একই সময়ে রাজ্যের সব জেলা, মহকুমা, পুরসভা ও আগরতলা পুর নিগম এলাকাতেও উৎসবের আয়োজন করা হবে।
মন্ত্রী বলেন, “বন্দে মাতরম কেবল একটি গান নয়, এটি দেশমাতৃকার বন্দনা ও স্বাধীনতার প্রেরণার মন্ত্র। ১৮৭৫ সাল থেকে এই গান ভারতবাসীর হৃদয়ে দেশপ্রেমের আগুন জ্বালিয়ে রেখেছে।” তিনি আশা প্রকাশ করেন, রাজ্যের জনগণ শ্রদ্ধা ও উদ্দীপনার সঙ্গে এই বর্ষব্যাপী উদযাপনে অংশ নেবেন।
বর্ষব্যাপী এই উদযাপনে থাকবে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে প্রবন্ধ ও বিতর্ক প্রতিযোগিতা, পোস্টার তৈরি, বন্দে মাতরম গানের তাৎপর্য নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, রাজ্য পুলিশের ব্যান্ডের পরিবেশনায় দেশাত্মবোধক সঙ্গীত, প্রদর্শনী, মশাল দৌড়, বৃক্ষরোপণ কর্মসূচি এবং যুব ম্যারাথন দৌড়।