আগরতলা, ৫ নভেম্বর, ২০২৫ঃ
ছাত্র-ছাত্রীদের আরও বিজ্ঞানমনস্ক হয়ে সমাজের নানা সমস্যার সমাধানে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তাভাবনা প্রয়োগ করার আহ্বান জানালেন বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী অনিমেষ দেববর্মা।
বুধবার দু’দিনব্যাপী অষ্টম স্টুডেন্ট প্রজেক্ট প্রোগ্রাম-এর উদ্বোধন করে মন্ত্রী বলেন, “সমাজের উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মই নতুন আবিষ্কার ও প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতের সমস্যার সমাধান করতে পারবে।”
ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদ আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন উচ্চ ও টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিত ৩৬টি বিজ্ঞান মডেল প্রদর্শিত হয়। মডেলগুলির মধ্যে ছিল ড্রোন, সৌর শক্তি, বায়ো ফার্টিলাইজার, মাশরুম চাষ, জল সংরক্ষণ প্রভৃতি উদ্ভাবনী প্রকল্প। এবছরের থিম নির্ধারিত হয়েছে, “ইন্ডিজিনাস টেকনোলজিস ফর সাসটেনেবল ডেভেলপমেন্ট”।
মন্ত্রী জানান, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তর শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলির জন্য আর্থিক সহায়তা প্রদান করছে, যাতে তারা জাতীয় স্তরের প্রতিযোগিতায় সাফল্য অর্জন করতে পারে। তিনি আরও বলেন, বায়ো ফার্টিলিটি পদ্ধতির মাধ্যমে কৃত্রিম উপায়ে খাদ্য ও অন্যান্য দ্রব্য উৎপাদন ও বাজারজাতকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে শিল্পপতি ও ব্যবসায়ীদের নিয়ে শীঘ্রই এক আলোচনাচক্রের আয়োজন করবে দপ্তর, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন।
অনুষ্ঠানের শেষে সেরা প্রকল্প উপস্থাপনের জন্য আন্ডার গ্র্যাজুয়েট বিভাগে ৩ জন এবং পোষ্ট গ্র্যাজুয়েট বিভাগে ৩ জন ছাত্রছাত্রীকে মেমেন্টো ও শংসাপত্র প্রদান করা হয়।