আগরতলা, ৫ নভেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আধুনিক ও উন্নত করার লক্ষ্যে আজ এক ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হল। বুধবার আগরতলায় মণিপুরের শিজা হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
প্রায় ২৮ একর জমির ওপর ৯০০ কোটি টাকা ব্যয়ে ৪০০ শয্যা বিশিষ্ট এই মাল্টি ও সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মিত হবে। মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্প বাস্তবায়নের ফলে রাজ্যের মানুষকে উন্নত চিকিৎসার জন্য আর বাইরে যেতে হবে না। তিনি বলেন, “জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট সিস্টেম। তাই সরকার স্বাস্থ্য পরিষেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।”
মুখ্যমন্ত্রী আরও জানান, হাসপাতালটির জন্য জমি সংক্রান্ত জটিলতার দ্রুত সমাধান করেছে রাজ্য সরকার। ভবিষ্যতে এই হাসপাতালকে কেন্দ্র করে একটি মেডিকেল কলেজও গড়ে তোলা হবে, যা আর কে নগরের সামগ্রিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের প্রতিটি নাগরিকের কাছে সুষ্ঠ স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই কেন্দ্র ও রাজ্য সরকারের লক্ষ্য। রাজ্যের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের সহায়তায় একের পর এক নতুন সড়ক, মল, আধুনিক ভবনসহ অবকাঠামোগত উন্নয়ন ঘটছে।
শিজা হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট বর্তমানে উত্তর পূর্বাঞ্চলের অন্যতম শীর্ষ স্বাস্থ্য প্রতিষ্ঠান, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে স্থান পেয়েছে সুষ্ঠ স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য।