আগরতলা, ৬ নভেম্বর ২০২৫ঃ
ত্রিপুরা মাদকবিরোধী দুই অভিযানে এক বিএসএফ জওয়ান সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করেছে প্রায় ৬.৫ লক্ষ টাকার হেরোইন ও ব্রাউন সুগার।
বুধবার গোয়েন্দা সূত্রে খবরের ভিত্তিতে উদয়পুরের গোকুলপুর এলাকায় এক অভিযান চালিয়ে, মিঠুন চক্রবর্তী ও জাতন দেবনাথ নামে ২ যুবককে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ৩৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১.৫ লক্ষ টাকা। ঘটনায় রাধাকিশোরপুর থানায় এনডিপিএস আইনের অধীনে মামলা দায়ের হয়েছে।
এদিন অন্য এক অভিযানে, উদয়পুর রেলস্টেশন থেকে পুলিশ সাজিমুল ইসলাম ও ফরিদ আখতার নামে আরো ২ ব্যাক্তিকে আটক করে। তাদের কাছ থেকে দশটি প্যাকেটে প্রায় ১২৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। এই ব্রাউন সুগার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পশ্চিমবঙ্গ থেকে সাব্রুমে পাচার হচ্ছিল। এই পাচারে তাদের সাহায্য করার অভিযোগে সলিম উদ্দিন নামে ১২১ বিএসএফ ব্যাটালিয়নের এক জওয়ানকেও গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা।
দুটি ঘটনাতে ৫ অভিযুক্তদের বিরুদ্ধেই মাদক বিরোধী আইনে আলাদা আলাদা মামলায় নিয়েছে পুলিশ।