আগরতলা, ৫ নভেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরার আগামী ১০ ও ১১ নভেম্বর আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হতে চলেছে সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস, সিটু এর রাজ্য সম্মেলন। ১০ নভেম্বর আগরতলায় একটি প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হবে সম্মেলন।
এই সম্মেলন নিয়ে সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত জানান, সিটুর রাজ্যে বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ৮ লক্ষ ৮ হাজারেরও বেশি। রাজ্য সম্মেলনে ৪০০-রও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সম্মেলনে সাম্প্রদায়িকতা ও বিভেদের রাজনীতির বিরুদ্ধে লড়াই এবং বিকল্প ভাবনা নিয়ে আলোচনা হবে। দশ দফা দাবিকে সামনে রেখে সমাবেশের প্রচারাভিযান ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সিটু রাজ্য সভাপতি মানিক দে বলেন, শ্রমিক শ্রেণির ঐক্য রক্ষা ও তাদের অধিকার আদায়ই সিটুর মূল লক্ষ্য। প্রতিষ্ঠার পর থেকে ৫৫ বছর ধরে সংগঠনটি শ্রমজীবী মানুষের পাশে থেকেছে। কিন্তু বর্তমানে আরএসএস ও সাম্প্রদায়িক শক্তি সেই ঐক্য নষ্ট করার চেষ্টায় লিপ্ত বলে অভিযোগ করেন তিনি।
তার অভিযোগ, প্রশাসন আগরতলা আস্তাবল বিবেকানন্দ ময়দানে সমাবেশের অনুমতি দিতে তালবাহানা করছে। সময়মতো আবেদন করা হলেও এখনো আনুষ্ঠানিক অনুমোদন মেলেনি। অনুমতি না মিললেও নির্ধারিত দিনে ওরিয়েন্ট চৌমুহনি ও রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে বক্তব্য রাখবেন সিটুর রাজ্য সভাপতি, রাজ্য সম্পাদক, সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।