আগরতলা, ১০ নভেম্বর, ২০২৫ঃ
সাম্প্রদায়িক ও নয়া ফ্যাসিবাদের বিরুদ্ধে ব্যাপক ঐক্যের বার্তা নিয়ে সোমবার আগরতলার ওরিয়েন্ট চৌমুহনীতে অনুষ্ঠিত হলো সিআইটিইউ’র ১৬তম ত্রিপুরা রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশ।
সমাবেশে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, পশ্চিমবঙ্গের সিআইটিইউ সভাপতি অনাদি সাহা, অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি তপন সেন সহ রাজ্যের বিশিষ্ট নেতৃবৃন্দ। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা দলে দলে সমাবেশস্থলে এসে পৌঁছান।
সমাবেশ মঞ্চ থেকে বক্তারা বর্তমান সরকারের শ্রমবিরোধী নীতি, বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন। তপন সেন বলেন, “দেশজুড়ে শ্রমিকদের উপর আক্রমণ চলছে— তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনই একমাত্র পথ।”
অন্যদিকে, সমাবেশস্থলে পৌঁছাতে কর্মীদের নানা বাধার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ উঠেছে। আগরতলা রেল স্টেশন থেকে সমাবেশের উদ্দেশ্যে যাত্রা করা একাধিক যানবাহনকে আটকে দেওয়া হয় বলে দাবি সংগঠনের। ফলে হাজার হাজার মানুষ প্রায় আট কিলোমিটার পথ পায়ে হেঁটে সমাবেশস্থলে পৌঁছান।
সমাবেশ শেষে আগরতলা টাউন হলে শুরু হয় রাজ্য সম্মেলনের সাংগঠনিক পর্ব। চলবে ১১ নভেম্বর পর্যন্ত।