আগরতলা, ১০ নভেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবার ইতিহাসে যুক্ত হলো এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ধলাই জেলার কুলাই জেলা হাসপাতাল একসঙ্গে তিনটি জাতীয় গুণগত মানের স্বীকৃতি অর্জন করে রাজ্যের প্রথম জেলা হাসপাতাল হিসেবে এক ঐতিহাসিক মাইলফলক স্থাপন করেছে।
হাসপাতালটি ন্যাশনাল কোয়ালিটি এসুরেন্স স্ট্যান্ডার্ডস, লেবার রুম কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইনিসিয়েটিভ এবং মুস্কান, এই তিনটি মর্যাদাপূর্ণ সার্টিফিকেশন অর্জন করেছে। এই সাফল্যকে ত্রিপুরার সরকারি স্বাস্থ্য ব্যবস্থার জন্য এক যুগান্তকারী অর্জন হিসেবে দেখা হচ্ছে।
ন্যাশনাল হেলথ সিস্টেমস রিসোর্স সেন্টারের দল ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে হাসপাতালটির বিস্তারিত মূল্যায়ন করে। কঠোর পর্যালোচনার পর ধলাই জেলা হাসপাতাল অত্যন্ত উচ্চ স্কোর নিয়ে এই তিনটি সার্টিফিকেশন অর্জন করে, যা গুণগত স্বাস্থ্যসেবার প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকারের প্রমাণ বহন করে।
মূল্যায়নে ন্যাশনাল কোয়ালিটি এসুরেন্স স্ট্যান্ডার্ডস এ ৯০.২১ শতাংশ, লেবার রুম কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইনিসিয়েটিভ এ ৯৪.৪৮ শতাংশ ও ৯৪.২৭ শতাংশ, এবং মুস্কান এ ৮৬.৬৪ শতাংশ স্কোর করে হাসপাতালটি।