আগরতলা, ১২ নভেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরা রাজ্যকে ‘উদ্যোগ সমাগম ২০২৫’-এ বিজনেস রিফর্মস অ্যাকশন প্ল্যান ২০২৪–এর অধীনে দুইটি ব্যবসা সংশ্লিষ্ট সংস্কার ক্ষেত্রে ‘টপ অ্যাচিভার অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।
সাফল্যের ঝুলিতে আরও একটি পালক যুক্ত হলো। নয়াদিল্লিতে ১১ নভেম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে
বিজনেস এন্ট্রি এবং লেবার রেগুলেশন এনাবলার্স, এই দুটি ক্ষেত্রে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ত্রিপুরার শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চকমার হাতে এই সম্মান তুলে দেন।
এই স্বীকৃতি ত্রিপুরার সংস্কারমুখী শিল্প পরিবেশে বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। রাজ্য সরকার ব্যবসা সরলীকরণ ও নিয়ম শিথিলকরণে ধারাবাহিকভাবে কাজ করছে। ইতিমধ্যেই শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ ও পর্যটনসহ বিভিন্ন খাতে প্রায় ১৫ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগের মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ত্রিপুরা সরকারের তরফে জানানো হয়েছে, এই জাতীয় সম্মান রাজ্যের অর্থনৈতিক বিকাশ ও শিল্পোন্নয়নের পথে নতুন দিগন্ত উন্মোচন করবে।