আগরতলা, ১২ নভেম্বর, ২০২৫ঃ
প্রকাশক বই বিক্রেতা লেখক এবং সাংবাদিক সবার দাবি অগ্রাহ্য করে, আগরতলা বইমেলা আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে আয়োজন করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ২০২৬ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে আগামী বছরের বইমেলা। বুধবার আগরতলা বইমেলা আয়োজনের প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এদিন এই আলোচনা সভায় মেলা সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণীর ব্যক্তিরা আগরতলা বইমেলা আগরতলা শহরের কেন্দ্রে ফিরিয়ে আনার পক্ষে সওয়াল করেন। প্রকাশক বই বিক্রেতার লেখক সহ মিডিয়া এডভাইজারি কমিটির সদস্য হিসেবে রাজ্যের বলিষ্ঠ সাংবাদিকরা সবাই আগরতলা বইমেলা ২০২০ সালের পূর্বেকার মত আগরতলা শহরের মধ্যে আয়োজন করার পক্ষের সাওয়াল করা হয়। কিন্তু সভায় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় স্পষ্ট করে জানিয়ে দেন আগরতলা বইমেলা বিগত কয়েক বছরের মতো শহরের দক্ষিণ দিকে শেষ প্রান্তে আমতলী আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গণে আয়োজন করা হবে। সভায় যারা বইমেলাকে শহরে ফিরিয়ে আনার পক্ষে মতামত রাখেন এই মতামতকে একেবারে অগ্রাহ্য করে বুধবার এই সিদ্ধান্ত নেয় রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর। পাশাপাশি বইমেলা আয়োজনের সময়কে ফেব্রুয়ারি মাস থেকে এগিয়ে এনে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে রাখা হয়েছে।
সুকান্ত একাডেমিতে প্রস্তুতি সভায় আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, সারা রাজ্য
থেকেই বইপ্রেমী, সংস্কৃতি প্রেমী মানুষ বইমেলায় অংশ নেন। ব্যাপক সংখ্যায় ছাত্রছাত্রী এবং
যুবক-যুবতীরাও প্রতিবছর বইমেলায় আসে। সব অংশের মানুষকে বইমেলার সঙ্গে যুক্ত
করাই রাজ্য সরকারের লক্ষ্য।