আগরতলা, ১২ নভেম্বর ২০২৫ঃ
জঙ্গি সংগঠন আল-কায়েদা সঙ্গে যুক্ত অনুপ্রবেশের এক মামলার তদন্তে বুধবার ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাশহর ও কুমারঘাটে তল্লাশি অভিযান করেছিল এনআইএ। সঙ্গে একই মামলার তদন্তে এনআইএ ত্রিপুরা দহ পশ্চিমবঙ্গ, মেঘালয়, হরিয়ানা ও গুজরাটের মোট ১০টি স্থানে অভিযান করেছে। বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে এনআইএ জানায়, এই মামলায় জাল নথি তৈরি করে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগ রয়েছে। তল্লাশি অভিযান চালানো হয়েছে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, হরিয়ানা ও গুজরাটে মোট ১০টি স্থানে। এনআইএ, বিবৃতিতে জানায়, ২০২৩ সালের জুন মাসে মামলাটি দায়ের করা হয়েছিল।
মোহাম্মদ সজিবমিয়ান, মুননা খালিদ আনসারি ওরফে মুননা খান, আজরুল ইসলাম ওরফে জাহাঙ্গীর ওরফে আকাশ খান, এবং আবদুল লতিফ ওরফে মোমিনুল আনসারি, চারজন বাংলাদেশি নাগরিক জাল ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করে ভারতে প্রবেশ করে।
তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল-কায়েদা এর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখত এবং ভারতের ভেতরে অর্থ সংগ্রহ ও স্থানান্তরের মাধ্যমে বাংলাদেশের আল-কায়েদা সদস্যদের সহায়তা করত বলে অভিযোগ। পাশাপাশি তারা দেশের মুসলিম তরুণদের উগ্রপন্থার পথে টানার চেষ্টা করছিল বলেও অভিযোগ।