আগরতলা, ১৩ নভেম্বর ২০২৫ঃ
কমলপুর মহকুমা শান্তির বাজারে ২৩ অক্টোবর হামলা, ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এদিন, সিভিল সোসাইটি অফ ত্রিপুরা’র ডাকা বন্ধের পর রাজ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যার জেরে শান্তিরবাজারে একাধিক দোকান ও বাড়িঘর ভাঙচুর করা হয়। মুখ্যমন্ত্রী মানিক সাহা বৃহস্পতিবার ধলাই জেলার শান্তিরবাজার বাজার এলাকা পরিদর্শন করেন, ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাৎ করেন।
মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সহিংসতায় সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত দোকান ও বাড়ির জন্য ক্ষতিগ্রস্তদের ৩ লক্ষ টাকা, গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত সম্পত্তির ক্ষেত্রে ১.৫ লক্ষ টাকা, এবং আংশিক ক্ষতির জন্য ১৫ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান করা হবে।
তিনি জেলা শাসককে নির্দেশ দেন দ্রুত পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে। মুখ্যমন্ত্রী আরও আশ্বাস দেন, সহিংসতায় আহতদেরও সরকার উপযুক্ত আর্থিক সহায়তা প্রদান করবে।
মুখ্যমন্ত্রী শান্তিরবাজারবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা সবার দায়িত্ব। সরকার সর্বতোভাবে আপনাদের পাশে রয়েছে।”