আগরতলা, ১৩ নভেম্বর ২০২৫ঃ
“মানুষের জীবিকা নির্বাহের ক্ষেত্রগুলিকে চিহ্নিত করে তার বিকাশে রাজ্য সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত ২০৪৭’-এর স্বপ্ন পূরণে ত্রিপুরাও দ্রুত এগিয়ে চলেছে।” বৃহস্পতিবার ধলাই জেলার কমলপুরে ২২টি পরিকাঠামোগত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নের কোনও নির্দিষ্ট সীমা নেই। রাজ্যজুড়ে রাস্তা, সেতু, স্কুল, হাসপাতাল, পানীয়জল, বিদ্যুৎ এবং বাজার পরিকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে দ্রুত উন্নয়ন হচ্ছে। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় ধলাইসহ রাজ্যের সব জেলায় উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
মুখ্যমন্ত্রী জানান, ত্রিপুরা বর্তমানে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে জিএসডিপি এবং মাথাপিছু আয়ের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। সম্প্রতি নীতি আয়োগ ত্রিপুরাকে ‘ফ্রন্ট রানার’ রাজ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত থেকে ক্যাবিনেট পর্যন্ত ই-অফিস ব্যবস্থা চালু করা হয়েছে, যার ফলে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হচ্ছেন।
তিনি আরও জানান, কৃষকদের আর্থিক সুরক্ষায় সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা-র মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান করা হচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের ২০তম কিস্তিতে ৪৫ কোটি ৩১ লক্ষ টাকার বেশি সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের লক্ষ্য “ত্রিপুরায় ১ লক্ষ ১৪ হাজার লাখপতি দিদি” তৈরি করা।