আগরতলা, ১৩ নভেম্বর ২০২৫ঃ
জাতীয় পর্যায়ে ‘সেরা কর্মদক্ষ রাজ্য’ হিসেবে স্বীকৃতি পেল ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি। ১২ নভেম্বর, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের অধীন ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন আয়োজিত জাতীয় পর্যালোচনা বৈঠকে এই সম্মান প্রদান করা হয়।
পুরস্কারটি প্রদান করেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিক ডা. চিন্ময়ী দাস, এবং টিএসএসিএস-এর দুই প্রতিনিধি রাজ্যের পক্ষ থেকে এই সম্মান গ্রহণ করেন।
ত্রিপুরা এই স্বীকৃতি অর্জন করেছে মূলত এইচআইভি-পজিটিভ রোগীদের জন্য কার্যকর অ্যান্টি-রেট্রোভাইরাল থেরাপি পরিষেবা প্রদান, সমাজের মূল স্রোতে সংযুক্তিকরণ, এবং নিরবচ্ছিন্ন পরামর্শ ও সহায়তা ব্যবস্থার সফল বাস্তবায়নের জন্য।
এছাড়াও, রাজ্যে এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের সামাজিক পেনশন প্রকল্প ও বিভিন্ন সরকারি কল্যাণমূলক সুবিধার সঙ্গে যুক্ত করা, চিকিৎসা পরবর্তী মানসিক ও সামাজিক সহায়তা প্রদান, এবং চিকিৎসা প্রোটোকল মেনে ধারাবাহিক পরিচর্যা নিশ্চিত করা, এই সব দিকেই ত্রিপুরা উজ্জ্বল সাফল্য অর্জন করেছে।