আগরতলা, ১৩ নভেম্বর, ২০২৫ঃ
দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায় আগামী ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ইউনিটি প্রমো ফেস্ট, যার উদ্বোধন করবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। রাজ্যের মিশ্র সংস্কৃতির বিকাশ, জাতি ও জনজাতি মানুষের মধ্যে ঐক্য শক্তিশালী করা এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্দেশ্যেই এই উৎসবের আয়োজন করা হয়েছে।
বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ মাঠে ফেস্ট উপলক্ষ্যে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, গত বছর ‘প্রমো ফেস্ট’ নামে উদ্যোগ শুরু হলেও এ বছর থেকে রাজ্যের ঐক্যের বার্তা সামনে রেখে ‘ইউনিটি’ শব্দটি সংযোজন করা হয়েছে।
মন্ত্রী জানান, ইতিমধ্যেই ৮ ও ৯ নভেম্বর গণ্ডাতুইসার নারিকেল কুঞ্জে ইউনিটি প্রমো ফেস্ট ২০২৫-র প্রথম পর্ব শুরু হয়েছে, যা চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত আগরতলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। নারিকেল কুঞ্জের অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার পাঁচজন সেরা হোমস্টে পরিচালকদের পুরস্কৃত করা হয়েছে।
তিনি আরও জানান, গত বছর ডুম্বুর লেক সন্নিহিত এলাকায় মাত্র ৯টি হোম স্টে অনুমোদিত হলেও দেশ-বিদেশের পর্যটকের ব্যাপক আগমনের ফলে বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫০-তে। এতে পর্যটনভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নও ত্বরান্বিত হয়েছে।