আগরতলা, ১৪ নভেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরায় এই বছর জনজাতীয় গৌরব দিবস পালিত হবে উপজাতি জেলা পরিষদের সদর খুমুলুঙে। উদযাপন উপলক্ষে আগামী ১৫ নভেম্বর বেলা ২টা ৩০ মিনিটে খুমুলুঙের খুম্পুই একাডেমি প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকারের জনজাতি কল্যাণ দফতর।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়াও থাকবেন মন্ত্রিসভার সদস্যরা, রাজ্য ও কেন্দ্রের সাংসদগণ, টিটিএএডিসি এর মুখ্য কার্যনির্বাহী সদস্য, মুখ্য সচিব, ডিজিপি, জনজাতি কল্যাণ দপ্তরের সচিবসহ বিভিন্ন জনজাতি সমাজপতিরা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হবে এক হাজারেরও বেশি জনজাতি ছাত্রছাত্রীদের পরিবেশিত “মামিতা” নৃত্য, যা উদযাপনে বিশেষ মাত্রা যোগ করবে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জনজাতি গোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য-গীত, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা জনজাতি ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান, ঐতিহ্যবাহী খাদ্য, পোশাক ও গয়নার প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রও থাকবে।
এর আগে ত্রিপুরা সরকারের তরফে ২০২২ সালে আমবাসার দশমীঘাট ময়দান, ২০২৩ সালে আগরতলা আস্তাবল ময়দান ও ২০২৪ সালে আগরতলা রবীন্দ্রশতবার্ষিকী ভবনে জনজাতীয় গৌরব দিবস পালন করা হয়েছে। রাজ্যে উপজাতি স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচন বকেয়া।