আগরতলা, ১৪ নভেম্বর, ২০২৫
৪৪তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার ২০২৫-এ অংশ নিয়েছে ত্রিপুরা। শুক্রবার ত্রিপুরা প্যাভিলিয়নের উদ্বোধন করেন রাজ্য শিল্প ও বাণিজ্যমন্ত্রী শান্তনা চাকমা। উদ্বোধন করে মন্ত্রী বলেন, এই মেলায় ত্রিপুরার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে নানাভাবে তুলে ধরা হয়েছে—হস্তশিল্প, হস্ততাঁত, কারুশিল্প থেকে শুরু করে স্বনির্ভর গোষ্ঠীদের তৈরি নানান জৈব পণ্য পর্যন্ত।
বিশেষভাবে প্রশংসা কুড়িয়েছেন ত্রিপুরার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাঁদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ও অসাধারণ সাফল্য রাজ্যের ক্ষমতায়নের ইতিবাচক দিককে আরও উজ্জ্বল করেছে।
অনুষ্ঠানে ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ মন্ত্রের প্রতিফলন স্পষ্টভাবে ধরা পড়ে। দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে ত্রিপুরার সংস্কৃতি, সৃজনশীলতা ও উৎপাদনশীলতার এই মিলনমেলা জাতীয় ঐক্য ও বৈচিত্র্যের সুন্দর উদাহরণ স্থাপন করেছে।
ত্রিপুরা টিমের প্রচেষ্টা ও নিষ্ঠার প্রশংসা করে মন্ত্রী জানান, জাতীয় মঞ্চে ত্রিপুরার শিল্প, সংস্কৃতি ও উদ্ভাবনী শক্তিকে উপস্থাপন করার এই উদ্যোগ নিঃসন্দেহে রাজ্যের উন্নয়নযাত্রায় নতুন দিশা যোগ করবে। আগামী দিনে আরও নতুন উদ্ভাবন ও অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করেন।