আগরতলা, ১৪ নভেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরায় মাদক হিসাবে মারাত্মক রাসায়নিক ক্লোরোফর্মের ব্যবহার শুরু হয়েছে। সম্প্রতি উত্তর ত্রিপুরা জেলায় পাচারের সময় ৪৫০ বোতল ক্লোরোফর্ম স্প্রাইট উদ্ধারের পর ঘটনার তদন্ত করতে গিয়ে বিষয়টি পুলিশের সামনে ধরা পড়ে।
সম্প্রতি কাঞ্চনপুর থানা পুলিশ থানার নেতাজী নগর এলাকায় একটি সন্দেহজনক গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে ১৮টি কার্টনে মজুত ৪৫০ বোতল ক্লোরোফর্ম স্প্রাইট উদ্ধার করে। উদ্ধার রাসায়নিক পদার্থটি ত্রিপুরা এক্সাইজ আইনের ৬৯ ধারায় নিষিদ্ধ। ঘটনায় গাড়ির চালকসহ আরও একজনকে গ্রেফতার করে তাদের জিজ্ঞাসাবাদ করলে পুলিশ জানতে পারে, উত্তর ত্রিপুরা জেলায় পাচার করে নিয়ে যাওয়া হচ্ছে। এই ক্লোরোফর্ম কাঁচামাল হিসেবে ব্যবহৃত করে মাদক দ্রব্য তৈরি করা হয়।
ঘটনার পর উত্তর জেলাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। সেই সূত্র ধরে আগামী দিনে আরও বেশ কয়েকটি নেশাবিরোধী অভিযান পরিচালনা করার পরিকল্পনা করছে কাঞ্চনপুর থানা। ইতিমধ্যে ত্রিপুরা এক্সাইজ আইনের ধারা ৪৫ অনুযায়ী একটি প্রসিকিউশন রিপোর্টও দাখিল করা হয়েছে।
উত্তর জেলার এসপি অবিনাশ রাই সম্প্রতি পুরো জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করার নির্দেশ দেন। তার পর থেকেই নজরদারিতে একের পর এক চোরাচালান ও মাদক কারবারি ধরা পড়ছে।
পুলিশ জানিয়েছে, চক্রের শিকড়ে পৌঁছাতে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।