আগরতলা, ১৫ নভেম্বর, ২০২৫ঃ
কর্ণাটকের বেঙ্গালুরুতে ত্রিপুরার দুই যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতরা হলেন, কামালপুর মহকুমার বালিগাঁও রোডের বাসিন্দা অসিতবরণ সূত্রধরের ছেলে অয়ন সূত্রধর এবং কৈলাসহরের বাসিন্দা রাজত দেবের ছেলে অনিকেত দে। দু’জনই বেঙ্গালুরুর বেসরকারি সংস্থায় কাজ করতেন।
অয়নের চার বছর আগে বেঙ্গালুরুতে কাজের উদ্দেশ্যে যাওয়া। শেষবার বাড়ি আসে তিন বছর আগে। প্রতিদিন মোবাইলে পরিবারের সঙ্গে যোগাযোগ হলেও ১১ নভেম্বর রাতের পর থেকে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। ১৩ নভেম্বর সন্ধ্যায় অয়নকে চিনতেন এমন এক তরুণী প্রেমা লামানি সূত্রধর পরিবারকে ফোন করে মর্মান্তিক খবরটি জানান।
প্রেমার দাবি, সে ওই দিন সন্ধ্যায় অয়নদের বাসায় গিয়ে দেখে অয়ন এবং অনিকেত বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে। তাৎক্ষণিকভাবে সে ঘটনাটি অয়নের পরিবারকে জানায়। পরে পরিবারের তরফে কমলপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।
ঘটনায় শোকাহত পরিবারগুলি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে সহায়তার আবেদন করেছিল। মুখ্যমন্ত্রী বিষয়টির গুরুত্ব বিবেচনা করে সংশ্লিষ্ট দপ্তরকে পরিবারগুলির সঙ্গে সমন্বয় করে সব ধরনের প্রয়োজনীয় সাহায্য করার নির্দেশ দেন।
ত্রিপুরা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃতদেহগুলো স্বজনদের হস্তান্তর ও দেশে ফিরিয়ে এনে শেষকৃত্যের ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।