আগরতলা, ২৬ মার্চ ২০২৫ঃ


ত্রিপুরা সফরে এসে বিএসএফের পূর্ব কমান্ডের এডিজি রবি গান্ধী রাজ্যের প্রথম অল-উইমেন সীমান্ত চৌকি, বিওপি খান্তালাং ও পুষ্পারামপাড়া পরিদর্শন করেন। বিএসএফ ১২৪ ব্যাটালিয়নের মহিলা জওয়ানরা এই সীমান্ত চৌকিগুলির দায়িত্ব রয়েছেন। পরিদর্শনকালে এডিজি সীমান্ত চৌকিগুলির অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করেন এবং মহিলা জওয়ানদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পোস্ট কমান্ডার সাব-ইন্সপেক্টর সঞ্জু ঘাসাল সহ অন্যান্য মহিলা জওয়ানদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও কঠোর পরিশ্রমের প্রশংসা করেন। তিনি বলেন, প্রতিকূল ভূখণ্ডে সীমান্ত সুরক্ষা পরিচালনায় তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এডিজির সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরের আইজি অশ্বিনী কুমার শর্মা, পানিসাগর সেক্টরের ডিআইজি শ্রী রাজীব বৎসরাজ এবং অন্যান্য বিএসএফ কর্মকর্তারা। এই সফর বিএসএফের নারীর ক্ষমতায়নের প্রতি প্রতিশ্রুতি ও সীমান্ত সুরক্ষায় তাদের অবদানের স্বীকৃতির প্রতিফলন।

You May Also Like

Higher Education Minister attends Prabhat ferry to mark Engineers’ Day

Agartala, Sep 15: On the occasion of the 58th Engineers’ Day, Higher…